চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫
ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

করোনা: ভারতে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়াল, মৃত ৭১৯

অনলাইন ডেস্ক

২৪ এপ্রিল, ২০২০ | ১২:০৭ অপরাহ্ণ

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার তা ২৩ হাজার ছাড়িয়েছে। এদিকে, মৃতের সংখ্যা প্রায় সোয়া সাতশ’। দ্য হিন্দু’র লাইভ আপডেটে জানানো হয়, আজ (২৪ এপ্রিল) সকাল নাগাদ আক্রান্ত হন ২৩ হাজার ৬৩ জন। মারা গেছেন ৭১৯ জন।

জানা যায়, সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরো একবার ভিডিও কনফারেন্সিংয়ে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন নিয়ে রাজ্যগুলোর অভিমত জানতে চাইবেন তিনি। সারাদেশ কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করছে তা খতিয়ে দেখে, দৈনন্দিন পরিস্থিতি বিচার করে ৩ মে’র পরবর্তী দিনগুলোতে কী নীতি নেয়া যেতে পারে, সে বিষয়ে প্রতিটি মন্ত্রণালয় রূপরেখা তৈরি করবেন। সেই রূপরেখা ও পরিস্থিতির ভিত্তিতে গৃহীত হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রাণঘাতী এই ভাইরাস রুখতে কংগ্রেস যে পরামর্শগুলো দিয়েছিল, তার অধিকাংশই মেনে চলা হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট