চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাদ্য সঙ্কটে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২০ | ৯:২৮ অপরাহ্ণ

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা লকডাউনের কারণে খাদ্য সঙ্কটে ভুগছেন। দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে মানবাধিকারকর্মী হারুন আল রশিদ এমন তথ্য জানিয়েছেন। তিনি মালয়েশিয়াভিত্তিক বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করছেন।

হারুন আল রশিদ জানান, দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে ৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন বলে ধারণা করা হয়। লকডাউনের পর মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি শ্রমিকরা তাদের সঙ্গে যোগাযোগ করে খাদ্য সঙ্কটের কথা জানিয়েছেন। পরিবহন এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞার কারণে এদের কাছে খাদ্য সাহায্য পৌঁছানো যাচ্ছে না বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বড় প্ল্যান্টেশন কিংবা কারখানায় কাজ করছেন যেসব শ্রমিক তাদের বিশেষ কোন সমস্যা হচ্ছে না। বিপদে পড়েছেন ছোট ছোট কারখানার শ্রমিক। যারা লেবার কনট্রাকটরদের অধীনে কাজ করেন।

এই মানবাধিকার কর্মী বলেন, ‘এ মাসের শুরুতে আমরা এসব শ্রমিকের ওপর একটি ডেটাবেজ তৈরি করেছি। সেই পরিসংখ্যান বলছে ৬০ হাজার শ্রমিক খাদ্য সাহায্য চেয়ে আমাদের কাছে আবেদন করেছেন।’ তথ্য সূত্র: বিবিসি বাংলা

পূর্বকোণ- আরজি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট