চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা মোকাবেলায় করণীয় নির্ধারণে বুধবার বসছে ওআইসির জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল, ২০২০ | ৬:৪২ অপরাহ্ণ

মহামারি করোনা মোকাবেলায় জরুরি বৈঠকে বসছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামীকাল বুধবার (২২ এপ্রিল) সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার। ১৪তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব।

সর্বশেষ মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণ গেছে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১০ জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৩৮২ জনে।

পূর্বকোণ-আরজি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট