চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সাইপ্রাসে ড্রোন দিয়ে লকডাউন নিয়ন্ত্রণ

২০ এপ্রিল, ২০২০ | ৩:৩০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য ইস্টার হলিডেতে হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে পুরো সাইপ্রাসকে পরিদর্শনে রাখবে দেশটির প্রশাসন। শনিবার বিবৃতিতে দেশটির আইনমন্ত্রী জর্গোস স্যাভাইডস এ তথ্য জানিয়েছেন।
তিনি পুলিশকে ইস্টার সাপ্তাহিক ছুটিতে মোটর যানবাহগুলিতে আরও চেক বাড়ানোর নির্দেশ দেন এবং সেইসাথে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে সাইপ্রাসের সমস্ত এলাকা পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, বন্ধের ভেতর যেন কেউ কারো বাড়িতে বেড়াতে না যান এবং সবাইকে নিজ নিজ ঘরে বসে প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন। সাইপ্রাসে গত একমাস ধরে চলছে লকডাউন। এ কারণে প্রায় ব্যবসা বাণিজ্যসহ স্কুল, কলেজ, খেলার মাঠ, মসজিদ, গির্জা সব বন্ধ রাখা হয়েছে।

শেয়ার করুন