চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা: যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১,৫০৯ মৃত্যু

অনলাইন ডেস্ক

১৪ এপ্রিল, ২০২০ | ১:৩৭ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসের আক্রান্তদের মধ্যে দেড় হাজার জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ হালনাগাদ তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসজনিত কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ১,৫০৯ জনের। সংখ্যাটা আগের দিনের মতোই। আগের ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ১,৫১৪ জন।

করোনায় মৃতের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা সংখ্যা ২৩ হাজার ৫০০ ছাড়িয়েছে। প্রায় ২০ হাজার ৫০০ ছুঁই ছুঁই মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে ইতালি। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, তাদের মোট কভিড-১৯ রোগী সাড়ে ৫ লাখের ওপরে। অর্থাৎ আক্রান্তের দিক থেকেও শীর্ষে যুক্তরাষ্ট্র। ১ লাখ ৭০ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে স্পেন। করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে, ১০ হাজার ছাড়িয়েছে। যদিও সোমবার নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন, তাদের ‘সবচেয়ে বাজে সময়টা কেটে গেছে’। অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ‘লকডাউন’ শিথিল করার কথা ভাবছে রাজ্যগুলো।

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন