চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ কিমের

১৩ এপ্রিল, ২০২০ | ২:০০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা প্রতিরোধে আরও কঠোর ও সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। রবিবার সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সর্বোচ্চ নেতা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন। তবে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কেউ সংক্রমিত হয়েছে কিনা সে সম্পর্কে কিছুই জানায়নি দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যদের সঙ্গে সভায় কিম বলেন, মহামারির কোনো নির্দিষ্ট দেশ বা সীমানা নেই। তাই উত্তর কোরিয়ার উচিত শিগগিরই এই ব্যাপারে আরও বড় পরিসরে ব্যবস্থা নেয়া। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সেখানকার করোনা পরিস্থিতি সম্পর্কে জানা না গেলেও বিশেষজ্ঞরা বলেছেন, তারা বিশেষত দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে ভাইরাসের ঝুঁকিতে রয়েছে এবং পিয়ংইয়ং বিষয়টি গোপন করছে। দেশটির কর্মকর্তারা এর আগে জোর দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়া করোনাভাইরাস থেকে সম্পূর্ণ মুক্ত রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট