চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লিবিয়ার বিদ্রোহীদের জন্য ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র কিনছে আমিরাত

১৩ এপ্রিল, ২০২০ | ২:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার অনুগত গেরিলাদের জন্য ইহুদিবাদী ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে সংযুক্ত আরব আমিরাত।
লিবিয়া অবজারভার গত শনিবার জানিয়েছে, হাফতারের অনুগত বাহিনীকে শক্তি যোগানোর জন্যই সংযুক্ত আরব আমিরাত ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে। এরইমধ্যে ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মিশরের কাছে হস্তান্তর করা হয়েছে যাতে তা লিবিয়ার বিদ্রোহীদের হাতে পৌঁছায়। তার আগে হাফতারের অনুগত বাহিনীকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। তবে লিবিয়ার বিদ্রোহীরা ইসরাইলের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ পেয়েছে কিনা তা পরিষ্কার নয়।
প্রথাগতভাবেই সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে ইসরাইলের দিকে ঝুঁকে পড়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট