চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী

পূর্বকোণ ডেস্ক

৬ এপ্রিল, ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, তাকে হাসপাতালে নেয়া হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে।

আর মার্কিন গণমাধ্যম সিএনএন সূত্রে জানা গেছে, তাকে সারা রাতই হাসপাতালে থাকতে হয়েছে।

২৭ মার্চ নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানান ৫৫ বছর বয়সী জনসন। পরবর্তীতে রবিবার জানা যায় একই ভাইরাসে আক্রান্ত তার গর্ভবতী বাগদত্তাও। তবে তিনি বাড়িতেই আছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৪০ জন, আর মারা গেছেন ৪ হাজার ৯৪৩ জন। সুস্থ হয়েছেন ২২৯ জন।

গোটা পৃথিবীতে ৬৯ হাজার ৪৪৪ জনের প্রাণ গেছে চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে । ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, মোট ১৫ হাজার ৮৮৭ জন। স্পেনে ১২ হাজার ৬৪১ জন এবং ফ্রান্সে ৮ হাজার ৯৩ জন।

 

 

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট