চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্পেনে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬৮০ জনের
স্পেনে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬৮০ জনের

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

৪ এপ্রিল, ২০২০ | ২:০০ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৯০১ জনে। এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ৫৮ হাজার ৯০১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৬ হাজার ৬০৩ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৫২ জনের। তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১১ হাজার ১৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট