চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবারো হ্যাকিংয়ের শিকার ম্যারিয়ট হোটেল, ৫২ লাখ অতিথির তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক

১ এপ্রিল, ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ

মার্কিন হোটেল গ্রুপ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল দুবছরেরও কম সময়ের মধ্যে দুইবার হ্যাকিংয়ের শিকার হয়েছে। এবার তাদের সার্ভার থেকে ৫২ মিলিয়ন অতিথির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে নিশ্চিত করেছে কোম্পানিটি। ম্যারিয়ট বিবৃতিতে বলেছে, ‘অপ্রত্যাশিত ঘটনায় অনেক অতিথির ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে থাকতে পারে। দুই কর্মচারী অন্য একটি প্রতিষ্ঠানের ব্রাউজারে লগইন করার পর এই ঘটনা ঘটে।’

হোটেলটির ধারণা, হ্যাক হওয়া তথ্যের মধ্যে অতিথিদের নাম, ঠিকানা, ইমেইল, জন্মদিন, ফোন নম্বর এবং কোন রুম বুক দিয়েছিলেন সেটি থাকতে পারে। তদন্ত চলছে জানিয়ে ম্যারিয়ট বলছে, ‘ক্রেডিট কার্ড নম্বর কিংবা পাসপোর্টের তথ্য হয়তো ফাঁস হয়নি।’ ম্যারিয়ট থেকে তথ্য চুরির ঘটনা নিয়ে ২০১৮ সালের নভেম্বরে গোটা পৃথিবীতে তোলপাড় হয়। তদন্ত শেষে তখন হোটেল গ্রুপটি জানায়, হ্যাকাররা প্রায় ৩৮৩ মিলিয়ন অতিথির তথ্য হাতিয়ে নিয়েছে! কোম্পানিটি এখন ভুক্তভোগীদের কাছে মেইল পাঠিয়ে সতর্ক করছে। একই সঙ্গে এক বছর বিনামূল্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট