চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আবুধাবিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু
আবুধাবিতে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

তুর্কমেনিস্তানে ‘করোনা’ বললেই গ্রেপ্তার!

অনলাইন ডেস্ক

১ এপ্রিল, ২০২০ | ৪:০২ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ইরানের প্রতিবেশী দেশ তুর্কমেনিস্তানে কোনো করোনা রোগী নেই বলে দাবি করছে দেশটির সরকার। শুধু তাই নয়, একইসাথে দেশটিতে ‘করোনা’ শব্দটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম তুর্কমেনিস্তান ক্রনিকল জানিয়েছে, এই শব্দ ব্যবহার করে সাধারণ মানুষ আলোচনা করলে গ্রেপ্তার করা হচ্ছে। সাদা পোশাকে রাস্তায় রাস্তায় ঘুরছে পুলিশ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নাগরিকদের নানা পরামর্শ দিতে যে লিফলেট বিতরণ করা হচ্ছে সেখানে করোনা বিষয়ে কোনো উল্লেখ নেই। করোনা নিয়ে এমন ‘কঠোর পদক্ষেপ’ নিলেও সেখানকার প্রশাসন রোগটির বিস্তার ঠেকাতে বেশ সতর্ক। বিভিন্ন স্টেশনে যাত্রীদের তাপমাত্রা মাপা হচ্ছে। সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। রাজধানীর আশপাশের শহরের বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, করোনা নিয়ে সরকারের এমন বিভ্রান্তিকর পদক্ষেপ দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক হস্তক্ষেপও কামনা করেছেন তারা। ‘করোনা’ শব্দের প্রতি ঠিক কী কারণে সেদেশের সরকারের এমন বিরাগ সেটি জানা যায়নি। উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ইরানে ২৮৯৮ জনের প্রাণ গেছে বলে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন