চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হজ-পরিকল্পনা আরো দেরিতে করার আহবান সৌদির

অনলাইন ডেস্ক

১ এপ্রিল, ২০২০ | ১২:২৩ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে হজের পরিকল্পনা করতে মুসলিমদের আরো অপেক্ষায় থাকতে বলেছেন সৌদি সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির মন্ত্রী মোহাম্মদ সালেহ বেন্তেন বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের সেবা দিতে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা তাদের সুস্থতা নিয়েও ভাবছি। তাই সব দেশের মুসলিম ভাইদের হজের ব্যাপারে আরো দেরি করে সিদ্ধান্ত নেয়ার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসের কারণে গত মাসের শুরুতে সৌদি আরব ওমরাহ স্থগিত করে দেয়। পবিত্র শহরগুলোতে সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়। হজে পাশাপাশি অবস্থান করে অনেক মানুষ ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করেন। তাই তাদের স্বাস্থ্য সবসময় গুরুত্ব পায় প্রশাসনের কাছে। আগেও কয়েকটি মহামারীর সময় সাবধানতা অবলম্বন করেছে দেশটি। ম্যালেরিয়ার সময় ৬৩২ জন হাজী বিপাকে পড়েন।  এছাড়া ১৮২১ সালে কলেরা ছড়িয়ে পড়লে ২০ হাজার হাজী মারা যান। এরপর ১৮৬৫ সালে আবার কলেরা দেখা দিলে মারা যান ১৫ হাজার মুসলিম।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট