চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রধানমন্ত্রীর পর এবার আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

পূর্বকোণ ডেস্ক

২৭ মার্চ, ২০২০ | ১০:০৪ অপরাহ্ণ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস আক্রান্তের খবরের কয়েক ঘণ্টা পরই মরণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ম্যাট হ্যানকক তাঁর টুইটারে আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বলেন, ‘আমার শরীরে করোনাভাইরাসের বড় লক্ষণ ছিল না। তবে পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করবো।’
একইসাথে তিনি দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি টুইটারে নিজের একটি ভিডিও জুড়ে দেন তিনি।

এর আগে শুক্রবার বিকেলে এক টুইট ভিডিও বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমি এখন সেলফ আইসোলেশনে আছি। তবে ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের কাজের নেতৃত্বে দেবো। একইসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলা হবে।’ একই টুইটে করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ‘ঘরে থাকুন এবং নিরাপদ জীবনযাপন করুন’ এই আহ্বানও জানান তিনি।

আজ শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫৮০ জন।

তথ্যসূত্র: গার্ডিয়ান, বিবিসি ও জনস হপকিন্স ইউনিভার্সিটি

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন