চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সবচেয়ে কমবয়সীর মৃত্যু করোনায়

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২০ | ৫:০৩ অপরাহ্ণ

এক সপ্তাহ আগে ফ্রান্সের ১৬ বছর বয়সী তরুণী জুলিয়ার হালকা কাশি শুরু হয়। পরে গত শনিবার তার শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে টেস্টে করোনা ধরা পড়ে। চিকিৎসা নেয়ার সময় তার অবস্থা আরো খারাপ হতে থাকে। এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে এত কম বয়সী মানুষ এই প্রথম প্রাণ হারালেন ফ্রান্সে।

ফ্রান্সে প্রাণঘাতী করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬৫ জনের । বুধবার (২৫ মার্চ)  যেখানে মৃতের সংখ্যা ছিল ২৩১। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরিয়েছে। ইতালি এবং চীনের পরে করোনা-ত্রাস নিয়ে বিশ্বের নজর এখন এই দেশে।

প্রসঙ্গত, করোনা ঠেকাতে চলতি মাসের ১৭ তারিখ থেকে লকডাউনে রয়েছে ফ্রান্স। কিন্তু দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। ফ্রান্সে মোট আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ১৫৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৬৯৬ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৪৮ জন

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট