চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

করোনাভাইরাস: ভারতে মৃতের সংখ্যা বেড়ে ২০, আক্রান্ত ৭২৭

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২০ | ১২:৫৬ অপরাহ্ণ

মহামারী করোনাভাইরাসে ভারতে বৃহস্পতিবার (২৬ মার্চ) অব্দি মোট ২০ জন মারা গেছেন। আর দেশটিতে সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৪৫ জন। এখনো দেশটিতে আরো ৬৬২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ছত্তিশগড় রাজ্যে গত বৃহস্পতিবার আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে সেখানে মাত্র ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণে পৌঁছুল। এর আগে এই সংখ্যা ছিল তিনজন।

ভারতে ২১ দিনের লকডাউনের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। এদিন সাধারণ মানুষের জন্য ১ দশমিক ৭ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খাদ্য সুরক্ষা এবং অত্যাবশকীয় পণ্য সামগ্রী কেনায় অর্থের জোগানে এই টাকা খরচ হবে বলে জানা গেছে।

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন