চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কাবুলে শিখদের উপর হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক

২৫ মার্চ, ২০২০ | ৫:২৯ অপরাহ্ণ

আফগানিস্তানের কাবুলে শিখদের একটি গুরুদুয়ারায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ মার্চ)

সকালে দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে বন্দুকধারীরা হামলা করে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান।

উল্লেখ্য, চলতি মাসের প্রথমদিকে কাবুলে শিয়া মুসলিমদের এক অনুষ্ঠানে হামলা চালিয়েছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । ওই হামলায় ৩২ জন নিহত হয়েছিল।

আফগানিস্তান পার্লামেন্টের সংখ্যালঘু প্রতিনিধি নারিন্দ্র সিং খালসা জানান, হামলা শুরু হওয়ার সময় তিনি গুরুদুয়ারার কাছেই ছিলেন এবং দৌঁড়ে সেদিকে যান। হামলায়  চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে ভেতরে আটকে আছেন। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গুরুদুয়ারাটি ঘিরে রেখে হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট