চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ, ২০২০ | ১:০৭ অপরাহ্ণ

মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮ জনে। এর মধ্যে ইতালিতেই গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯৩ জন মারা গেছেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৭ হাজার ২২৭ জন।  আক্রান্তদের মধ্যে ৯২ হাজার ৩২৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে স্পেন ইরানেও হুহু করে বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩ শ’ ৮১ জনের। ইরানে ১ হাজার ৫শ’ ৫৬ জন। দেশ দুইটিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৫ হাজার ৪৯৬ ও ২০ হাজার ৬১০ জন।

ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। দেশটিতে করোনায় প্রাণহানি ঘটেছে ৩৪০ জনের, আক্রান্ত ২৬ হাজার ৭শ’ ৪৭ জন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ১৮৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ রোগে মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭৩ জনের। এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখের কাছাকাছি মানুষ।

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট