চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনায় সিঙ্গাপুরে প্রথম ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ, ২০২০ | ৪:২৯ অপরাহ্ণ

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে প্রথমবারের মতো দুই রোগী মারা গেছেন। প্রাণঘাতী ভাইরাসটিতে দেশটিতে এটিই প্রথম কোনো মৃত্যুর ঘটনা। স্ট্রেইটসটাইমসের খবরে এমন তথ্য জানা গেছে।

সিঙ্গাপুরে এই প্রথম ৭৫ বছর বয়সী এক নারী ও ৬৪ বছর বয়সী এক ইন্দোনেশীয় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

ওই নারী আগে থেকেই হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসটি শনাক্ত হয়। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ২৬ দিন আইসিইউতে থাকার পর তার মৃত্যু হয়েছে। আর ওই ইন্দোনেশীয় গত ১৩ মার্চ থেকে আইসিইউতে ছিলেন। তার আগে থেকেই হৃদরোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্যান কিম ইয়ং বলেন, তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন সময়ে তাদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে। তাদের পরিবারকে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট