চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা ঠেকাতে সৌদি আরবে পরিবহন সেবা বন্ধ ঘোষণা
করোনা ঠেকাতে সৌদি আরবে পরিবহন সেবা বন্ধ ঘোষণা

করোনা ঠেকাতে সৌদি আরবে পরিবহন সেবা বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

২০ মার্চ, ২০২০ | ১২:৪৯ অপরাহ্ণ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবে সব ধরনের পরিবহন সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোনই ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এতথ্য জানিয়েছে বলে শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই। দেশের অভ্যন্তরে যাত্রী পরিবহন বন্ধ থাকলেও শুধুমাত্র মানবিক ও চিকিৎসাজনিত কারণে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করা যাবে।

খাদ্য, স্বাস্থ্য সেবা, নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়ি ও কার্গোসহ অন্য পরিবহন চলাচল করবে; তবে করোনা রোধে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে ইসলামের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে নামাজ ও প্রবেশ বন্ধ করেছে সৌদি আরব। ফলে শুক্রবার জুমার নামাজও হবে না সেখানে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার সৌদি আরবে এই দুটি মসজিদ বাদে সব মসজিদে নামাজ বন্ধ ঘোষণা করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট