চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২০ | ১২:১৮ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে আঘাত হানল ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (১৮ মার্চ)  রাতে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এখনও পযর্ন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরই মধ্যে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।  এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার ভেতরে। 

এ  বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো নুসা দুয়া শহর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে। যদিও সারা বিশ্বের মতো মরণঘাতী করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে ইন্দোনেশিয়াতেও। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে ১২ জন মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন