চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যু
ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যু

ইতালিতে একদিনে ৪৭৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২০ | ১১:৫১ পূর্বাহ্ণ

ইতালিতে করোনাভাইরাসে ভয়বহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃত্যু যেন পিছু ছাড়ছে না দেশটিতে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। প্রায় প্রতিদিন নতুন মৃত্যুর রেকর্ড হচ্ছে ইতালিতে।

করোনাভাইরাসে চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ইতালিতে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় ইতালিতে মারা গেছে দুই হাজার ৯৭৮ জন, আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৭১৩ জন।  সুস্থ হয়েছেন ৪ হাজার জন। খবর আল জাজিরা ও বিবিসির 

ইতালির দক্ষিণের শহর লম্ববার্ডি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত। একদিনে সেখানে মারা গেছেন ৩১৯ জন। 

উল্লেখ্য, গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হেয়েছে ৮ হাজার ৭৫৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দুই লাখ। দেশটিতে গত দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ। এটি আরো বৃদ্ধি পেতে পারে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আপাতত জনগণকে বাইরে বের হতে নিষেধ করেছেন।

পূর্বকোণ/পিআর    

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট