চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনাভাইরাস : এবার এডিবির সাড়ে ৬শ’ কোটি ডলারের তহবিল ঘোষণা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে ১.৬ শতাংশে: বিশ্বব্যাংক

করোনাভাইরাস : এবার এডিবির সাড়ে ৬শ’ কোটি ডলারের তহবিল ঘোষণা

১৮ মার্চ, ২০২০ | ৮:০৯ অপরাহ্ণ

বিশ্বব্যাংক ও আইএমএফ-এর পর এবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) উন্নয়নশীল সদস্য দেশগুলির তাত্ক্ষণিক চাহিদা মেটাতে প্রাথমিক সহায়তা তহবিল ঘোষণা করেছে । মহামারী নতুন করোনভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে তাদের এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

আজ বুধবার (১৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি’র প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বলেন, এই মহামারী বড় ধরনের বৈশ্বিক সঙ্কটে পরিণত হয়েছে। এই জন্য জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি আরো বলেন,“আমাদের সদস্য ও সহযোগী সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে সদস্য দেশগুলোর তাত্ক্ষণিক প্রয়োজন মেটাতে আমরা এই সাড়ে ৬শ’ কোটি ডলারের উদ্ধার তহবিল দিচ্ছি।”

এছাড়াও এই সাড়ে ৬০০ কোটি ডলারের এই প্যাকেজের বাইরে পরিস্থিতি যখনই চাইবে তখনই আর্থিক ও নীতি সহায়তা দিতে এডিবি প্রস্তুত রয়েছে বলেও এডিবি’র প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর মধ্যেই ৫ হাজার কোটি ডলার ও বিশ্ব ব্যাংক ১২শ’ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে।

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন