চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এবার ভারতীয় সেনার শরীরে করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মার্চ, ২০২০ | ১২:০৮ অপরাহ্ণ

এবার প্রাণঘাতী করোনাভাইরাস আক্রমণ করল ভারতয়ি সেনাবাহিনীতেও। এক সেনা সদস্যের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি তার বাবা ইরান থেকে দেশে ফিরে আসেন। তার বাবা যখন দেশে ফিরে আসেন সেই সময় ওই সেনাকর্মী ক্যাজুয়াল লিভ নিয়ে বাড়িতে ছিলেন। ২ মার্চ ফের ডিউটিতে যোগ দেন তিনি। তার কিছুদিন পরেই তাঁর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ মেলে। তার মা, বাবা, স্ত্রী, সন্তানকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, বর্তমানে করোনাভাইরাসের দ্বিতীয় দফার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই পরিস্থিতিতে দেশে মোট ৭২ ল্যাবরেটরি চালু করা হয়েছে।

সংস্থার ডিরেক্টর ডা. বলরাম ভার্গব জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে আরও ৪৯ টি ল্যাবরেটরি চালু করা হবে। দেশের সব ল্যাবের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৭। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিনজনের। এছাড়া মঙ্গলবার কলকাতায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন