চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত নন: হোয়াইট হাউস
ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত নন: হোয়াইট হাউস

ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত নন: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ, ২০২০ | ১১:৫৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে নভেল করোনাভাইরাসে লক্ষণ ধরা পড়েনি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।খবর বিবিসির

শনিবার হোয়াইট হাউজের চিকিৎসক শন কনলি বলা হয়, শুক্রবার ট্রাম্পের দেহে করোনাভাইরাস পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে, যা আজ (শনিবার) সন্ধ্যায় আমি নিশ্চিত হয়েছি। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত নন।

সম্প্রতি ফ্লোরিডার অবকাশযাপন কেন্দ্রে ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।  ব্রাজিলের ওই প্রতিনিধিদলের কয়েকজনের শরীরে করোনাভাইরাস থাকার কথা প্রকাশ হওয়ার পর  মার্কিন প্রেসিডেন্টের দেহে কোভিড-১৯ আছে কিনা তা খতিয়ে দেখা হয়।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে সরাসরি টেলিভিশন সম্প্রচার করা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প।

এদিকে কন্যা এবং উপদেষ্টা ইভানকা ট্রাম্পও সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত বাড়ি থেকে কাজ করবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে ১৭০১ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪০ জনের।

পূর্বকোণ/পিআর  

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট