চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পশ্চিমবঙ্গ, ভারত কাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা!

১৫ মার্চ, ২০২০ | ৩:০৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাস ঠেকাতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে রাজ্যটির মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ এবং মাদ্রাসাসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এ ক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এর আগেই নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এ মাসের বাকি ক’দিন বন্ধ থাকছে খড়গপুর আইআইটি। বন্ধ থাকার সময় ক্লাস অথবা সেমিনার কোনও কিছুই করা হবে না। সেই নির্দেশনা মেনে শনিবার সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। এর আগে করোনা-আতংকে সেখানকার ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের বাইরে যেতে নিষেধ করা হয়েছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট