চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন না মাহাথির

১৪ মার্চ, ২০২০ | ১:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, সমর্থকরা তাকে এখনও রাজনীতিতে ফিরে আসতে চাপ দিচ্ছে। তাই তিনি রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন না।
নিক্কেই এশিয়ান রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। মাহাথির বলেছেন, ‘এখনও তারা (সমর্থকরা) আমাকে দেখতে আসে। আমি তাদেরকে বলেছি, দেখ আমি বৃদ্ধ, ৯৪ বছর বয়স। কিন্তু তারা কোনো অভিজ্ঞ লোক পায় না। প্রধানমন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা বহু বছরের…তাই তারা মনে করে, আমি অনেক সমস্যার সমাধান করতে পারব।’ জোটের শরীকরা গোপনে বিরোধী দলের সঙ্গে অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ষড়যন্ত্র করছে দাবি করে ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মাহাথির। পরবর্তীতে জোটের প্রধান শরীক দলের নেতা আনোয়ার ইব্রাহিমের অনুরোধে প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজী হন তিনি। এরই মধ্যে মাহাথিরের দল প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়ার চেয়ারম্যান মুহিদ্দিন ইয়াসিন বিরোধী দল বারিসান ন্যাশনাল ও ইসলামি দলগুলোর সমর্থন আদায় করলে মালয়েশিয়ার রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট