চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্রাইস্টচার্চের ঘটনা নিউজিল্যান্ডের সবচেয়ে কালো দিন : জেসিন্ডা

১৪ মার্চ, ২০২০ | ১:৪৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলার পর নাগরিকদের মধ্যে মৌলিকভাবে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এছাড়া ক্রাইস্টচার্চে হামলার ঘটনা নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কালো দিন বলেও মন্তব্য করেন জেসিন্ডা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত বছরের ১৫ মার্চ নৃশংস হত্যাকা-ের প্রথম বার্ষিকী উপলক্ষে ক্রাইস্টচার্চে আয়োজিত এক অনুষ্ঠান আয়োজনের করা হয়। ওই দুই মসজিদের সদস্যদের সঙ্গে একটি বিশেষ যৌথ প্রার্থনায় অংশ নেন জেসিন্ডা।
জেসিন্ডা বলেন, ‘দেশের মুসলমান সম্প্রদায়ের সঙ্গে কিউই জনগণ আরও বেশি সম্পৃক্ত হয়েছেন। কিউই জনগণ তাকে জানিয়েছে যে তারা ওই হামলার পর প্রথমবারের মতো মসজিদে যায় এবং তারা বিশ্বাসের পার্থক্যের বিষয়ে আরও প্রকাশ্য আলোচনা করে।’ তিনি আরও বলেন, ‘এক বছর পরে, আমি বিশ্বাস করি, নিউজিল্যান্ড এবং এর জনগণ মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। তবে আমাদের জন্য চ্যালেঞ্জটি নিশ্চিত করতে হবে দৈনন্দিন কাজকর্মে। আমরা বর্বরতা, হয়রানি, বর্ণবাদ, বৈষম্যমুক্ত একটি জাতি গড়ে তুলব।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট