চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মুক্তি পাচ্ছেন ফারুক আবদুল্লাহ

১৪ মার্চ, ২০২০ | ১:৪২ পূর্বাহ্ণ

জননিরাপত্তা আইনে প্রায় সাত মাস ধরে আটক থাকা জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অবশেষে মুক্তি পেতে চলেছেন।
জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র বিভাগ গতকাল শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ করে একথা জানিয়েছে। গতবছর ৫ অগাস্টে ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই বন্দিদশায় রাখা হয় ফারুক আবদুল্লাহকে। জননিরাপত্তা আইনে কোনো ব্যক্তিকে বিনা বিচারে দুই বছর পর্যন্ত আটকে রাখা যায়।
৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লাহর পাশাপাশি একই সময় থেকে আটক করে রাখা হয়েছে তার ছেলে ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি সহ কাশ্মীরের আরও বহু রাজনৈতিক নেতাকে। আবদুল্লাহ এখন মুক্তি পেতে চললেও বাকীরা এখনো আটক বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
ফারুক আবদুল্লাহ তিন বার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট