চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে মন্ত্রী বিশেষজ্ঞদের মত চান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস

১০ মার্চ, ২০২০ | ২:১৫ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেলেও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরামর্শ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনও হয়নি বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিক্ষা মন্ত্রনালয় বিষেশজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার প্রযোজনীয় নির্দেশনা পাঠানো হচ্ছে।
গতকাল রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে ( নায়েম) ১৫৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন. মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে মান সম্পন্ন শিক্ষক খুবই জরুরি। শিক্ষকদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। বর্তমান বিশ্বে সব কিছু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সাথে আমরা পরিচিত হচ্ছি। তিনি বলেন, কেবল অনার্স, মাস্টার্স অথবা পিএচডি ডিগ্রি নিলেই সব শেষ হয়ে গেল তা নয়। আমাদের জীবন ব্যাপী শিক্ষতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জীবন ব্যাপী শিখতে হয়। সর্বস্তরের শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট