চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনায় আক্রান্ত হয়ে দায়িত্ব ছাড়লেন ইতালির সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস

১০ মার্চ, ২০২০ | ২:১৮ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দায়িত্ব ছাড়লেন ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনাও। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ফেডেরিকো বোনাতোর।
গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এক বিবৃতিতে ইতালির সেনাপ্রধান নিজের আক্রান্ত হওয়ার খবর দিয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে অসুস্থ বোধ করায় নিজ থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। পরে এ সংক্রান্ত পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বর্তমানে নিজ বাড়িতেই কোয়ারেনটাইনে আছেন এই সেনাপ্রধান।
উল্লেখ্য, গত রবিবার একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছে রেকর্ড সংখ্যক ১৩৩ জন মানুষ। নতুনভাবে আক্রান্ত হয়েছে ১৫শ’ জনের মতো। সবমিলিয়ে ইউরোপের দেশটিতে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে; আক্রান্ত ৭ হাজারের বেশি মানুষ। এর আগে, করোনাভাইরাস মোকাবিলায় লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে ৩ এপ্রিল পর্যন্ত কোয়ারেনটাইনে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। এছাড়াও উত্তর ইতালিতে ইতোমধ্যেই ৫০ হাজারের মতো মানুষ কোয়ারেনটাইনে রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট