চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সিরিয়ার আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে রুশ টহল শুরু, উড়বে যুদ্ধবিমানও

১০ মার্চ, ২০২০ | ১:৫৫ পূর্বাহ্ণ

রাশিয়ার সামরিক পুলিশ উত্তর সিরিয়ার আলেপ্পো, রাকা এবং হাসাকা প্রদেশে টহল শুরু করেছে। রুশ যুদ্ধবিমানও এ এলাকার কয়েকটি আকাশপথে টহল দেবে। এ সব তথ্য দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরিয়া সংহতি কেন্দ্রের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ জুরাভেলেভ। উত্তরাঞ্চলীয় সিরিয়ার তুর্কি সীমান্তের কাছাকাছি বাফার এলাকা নির্মাণে মস্কো-আঙ্কারা চুক্তির আওতায় এ টহল দেয়ার কথা জানান তিনি। গত অক্টোবরের শেষ দিকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সোচিতে এক সমঝোতা স্মারক সই করেন। এতে সীমান্ত এলাকায় টহল মিশনের কথা উল্লেখ করা হয়েছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট