চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা আতঙ্কের মধ্যেই এবার ভারতে নতুন ভাইরাসের হানা

৯ মার্চ, ২০২০ | ৩:৫১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই এবার ভারতে মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন আরেকটি ভাইরাস বার্ড ফ্লু। উড়িষ্যা পর কেরালাতেও এই ভাইরাসের খবর পাওয়া গেছে বলে দেশটির সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে। ভারতের দক্ষিনাঞ্চলীয় রাজ্য কেরালাতে দু’টি পোলট্রি ফার্মে বার্ড ফ্লুর সংক্রমণ ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় মুরগি এবং হাঁস মেরে ফেলার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। যদিও এখনও উদ্বিগ্ন হওয়ার মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে আশ্বস্ত করেছেন রাজ্যের দুই মন্ত্রী। কেরালার বন ও পশুপালন দফতরের মন্ত্রী কে রাজু বলেন, দু’টি খামারে বার্ড ফ্লু সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট