চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাবা হয়েও বিশ্বের সেরা মা

৯ মার্চ, ২০২০ | ৩:৫০ পূর্বাহ্ণ

২০১৬ সালে ডাউন সিন্ড্রোমে ভোগা শিশু অবনীশকে দত্তক নিলেন ভারতের পুনের আদিত্য তিওয়ারি। গত চার বছর ধরে দত্তক ছেলেকে মায়ের মতোই স্নেহের সঙ্গে লালন-পালন করেছেন তিনি।গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবসে তিনিই পেলেন ‘বিশ্বের সেরা মা’ এর সম্মাননা। এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সন্তান লালন-পালন লিঙ্গভিত্তিক কোনো কাজ নয় বলেই মনে করেন আদিত্য। তিনি বলেন, দেড় বছর আইনি লড়াইয়ের পর ২০১৬ সালের ১ জানুয়ারি অবনীশের দায়িত্ব পেয়েছি। তারপর থেকে আমরা বাবা-ছেলে মিলে প্রচুর সংগ্রাম করেছি। আমার কাছে ঈশ্বরের দেওয়া সেরা উপহার ও। আমিই ওর মা, আমিই ওর বাবা। ভালো অভিভাবক হওয়ার পাশাপাশি আমি ওর কাছে একজন ভালো মানুষ হতে চেয়েছি। তিনি নলেন, অবনীশ আমাকে শিখিয়েছে কীভাবে একইসঙ্গে ভালো মা-বাবা হওয়া যায়। শুধু মায়েরাই বাচ্চাদের লালন-পালন করতে পারেন, এ ধারণার কারণে ওকে দত্তক নিতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট