চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মোদির সম্মাননা ফিরিয়ে দিলো ৮ বছরের জলবায়ু এ্যাক্টিভিস্ট

৮ মার্চ, ২০২০ | ১:৫৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মাননা ফিরিয়ে দিলো মনিপুরের ৮ বছরের জলবায়ু অ্যাক্টিভিস্ট লিসিপ্রিয়া কাঙ্গুজাম। রবিবার আন্তর্জাতিক নারী দিবসের একটি প্রচারণায় অংশ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাকে আহ্বান জানানো হয়েছিল।
শুক্রবার ভারতের সরকারি টুইটার অ্যাকাউন্টে ৮ বছরের লিসিপ্রিয়াকে অনুপ্রেরণাদায়ী হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, লিসিপ্রিয়া মনিপুরের একজন শিশু জলবায়ু অ্যাক্টিভিস্ট। ২০১৯ সালে সে ড. এপিজে আব্দুল কালাম শিশু পুরস্কার, একটি বিশ্ব শিশু শান্তি পুরস্কার ও একটি ভারতীয় শান্তি পুরস্কার পেয়েছে।
সরকারের এই ঘোষণার পর গত বছর জুলাইয়ে ভারতীয় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করা লিসিপ্রিয়া লিখেছে, প্রিয় নরেন্দ্র মোদি জি, দয়া করে আমার কথা যদি আপনি না শুনতে পান তাহলে আমাকে নিয়ে উচ্ছ্বসিত হবেন না।
আপনার উদ্যোগে দেশের একজন অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে আমাকে চিহ্নিত করার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ভেবে দেখার পর আপনার এই সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। জয় হিন্দ!

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট