চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমেরিকা পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া

৭ মার্চ, ২০২০ | ১:৪৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : আমেরিকার পরমাণু যুদ্ধের কথা ভাবছে বলে শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে পরমাণু যুদ্ধের কথা ভাবছে আমেরিকা। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজ পরমাণু অস্ত্রের সক্ষমতা কেবল বাড়াচ্ছেই না বরং হালকা পরিস্থিতিতেও এ সব অস্ত্র ব্যবহারের সীমারেখা নামিয়ে আনছে। ফলে সামান্য অজুহাতেও পরমাণু অস্ত্র ব্যবহারের আশংকা বাড়ছে।

রাশিয়ার আগ্রাসন চালাতে যাচ্ছে এ জাতীয় ভুয়া হুমকির ভিত্তিতে মার্কিন পরমাণু অস্ত্র ব্যবহারের আশংকাই কেবল বাড়ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট