চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ব্রিটিশ রাজমুকুটের ভার রানির অভিযোগ ও নেটিজেনদের জবাব

৭ মার্চ, ২০২০ | ১:৪৮ পূর্বাহ্ণ

তা মাথায় রেখে ব্যালান্স করা মোটেই সহজ কাজ না। সেটা এতটাই ভারী, যারা জেরে ঘাড় পর্যন্ত ভাঙতে পারে।
ব্রিটিশ রাজমুকুট সম্পর্কে এই কথা আর কারোর নয়, স্বয়ং রানি দ্বিতীয় এলিজাবেথের! তাঁর রাজ্যাভিষেকের ৬৫তম বর্ষপূর্তিতে, ২০১৮-য় তোলা বিবিসি-র তথ্যচিত্রেত এই কথা বলেছিলেন তিনি। সেই কথার সূত্র ধরেই ব্রিটেনের রানিকে জবাব দিচ্ছেন নেটিজেনরা। ১৯৫৩ সালে রানি এলিজাবেথের মাথায় ওঠে রাজপরিবারের ‘সেন্ট এডওয়ার্ড মুকুট’। সেই মুকুটের ওজন দু’কিলোগ্রাম ২৩০ গ্রাম। ২৮৬৮টি হিরে, ১৭টি নীলকান্তমণি, ১১টি পান্না, ২৬৯টি মুক্তো যে মুকুটে রয়েছে, তা ভারী হওয়াটা স্বাভাবিক।

মুকুটের ওজনের সূত্র ধরেই নেটাগরিকরা রানিকে বলছেন, ‘কোহিনুর’ ফিরিয়ে দিয়ে মুকুটের ভার কিছুটা লাঘব করার জন্য। একজন বলেছেন, ‘‘ছিনতাই করা জিনিসের ভার এ রকমই হয়।’’ আর এক জন বলেছেন, ‘‘আমাদের পৈত্রিক হিরে আর সুখকর হচ্ছে না।’’

এই রাজমুকুটের ভার সামলানো নিয়ে এক ব্রিটিশ দৈনিককে রানি জানিয়েছিলেন, ‘‘বক্তৃতার সময় নিচে তাকাতে পারবেন না। যদি তা করেন, তা হলে ঘাড় ভেঙে যেতে পারে, ওটা পড়ে যাবে।’’

শেয়ার করুন