চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

তিউনিসিয়া মার্কিন দূতাবাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা

৭ মার্চ, ২০২০ | ১:৪৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের কাছে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি বার্গেস ডু লাক জেলায় কূটনৈতিক মিশনের কাছে আত্মঘাতী হামলা চালায়। এতে ঘটনাস্থলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দূতাবাসের বাইরে সড়কে ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা গেছে। বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ। সেখানে চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পেছনে মার্কিন পতাকা উড়ছে। তিউনিসের মার্কিন দূতাবাস জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় জরুরি সেবার কর্মীরা কাজ করছে। স্থানীয় একটি রেডিও’র খবরে বলা হয়েছে, বিস্ফোরণে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
তবে আল জাজিরার পক্ষ থেকে তা যাচাই করা সম্ভব হয়নি। রেডিও’র খবরে আরও বলা হয়েছে, দ্বিতীয় হামলাকারীও থাকতে পারে।
গত কয়েক বছর ধরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

শেয়ার করুন