চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা ভাইরাস: প্রাণ হারালেন ইরানের সাবেক রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

৬ মার্চ, ২০২০ | ৭:৩৫ অপরাহ্ণ

ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স থেকে বৃহস্পতিবার (৫ মার্চ)  এ খবর জানা গেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি সংখ্যক করোনায় সংক্রামিত হওয়ার খবর পাওয়া গেছে। করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত অন্তত ১১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৩ জন।

এর আগে সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) মারা যান। এ অবস্থায় দেশটির সংসদ সদস্যদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান সরকার। তাছাড়া ইতিমধ্যে দেশটির মোট আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে গোটা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে চীনের সীমানা পেরিয়ে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৩০০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৮০টি দেশের আরও কমপক্ষে ৯৬ হাজার মানুষ।

পূর্বকোণ/-টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট