চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনা ঠেকাতে ‘মোদি মাস্ক’ বিতরণ

৬ মার্চ, ২০২০ | ৭:৫৫ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস ঠেকাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ‘মোদি মাস্ক’ বিলি করা হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির পক্ষ থেকে শহরজুড়ে বিনামূল্যে দেওয়া হচ্ছে এই মাস্ক। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

এই মুহূর্তে গোটা ভারতজুড়েই করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে ইতোমধ্যেই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ২৯। বুধবার পশ্চিমবঙ্গ বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেনের সামনে থেকে শুরু করে উত্তর কলকাতার একাধিক জায়গায় এই ‘মোদি মাস্ক’ বিলি করেছেন বিজেপি নেতারা। শহরের রাস্তায় রাস্তায় মোদি মাস্ক বিলি করতে দেখা যায় প্রতাপ ব্যানার্জি ও নারায়ণ চ্যাটার্জির মতো নেতাদের। বিতরণকৃত মাস্কের গায়ে লেখা ছিল, ‘করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাও/মোদিজি/ পশ্চিমবঙ্গ বিজেপি’। মাস্কের গায়ে পদ্মের চিহ্নও রয়েছে। রাজনৈতিক মহলের একাংশ এই পদক্ষেপকে হাস্যকর আখ্যা দিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট