চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার জন্য কর্মীদের ঘরে বসে কাজ করার আহ্বান টুইটারের

৪ মার্চ, ২০২০ | ৩:২১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার কর্মীদের ঘরে বসে কাজ করার আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
এতে বলা হয়, একটি ব্লগ পোস্টে টুইটার জানায়, প্রতিষ্ঠানটির হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মীদের ঘরে বসে কাজ করা বাধ্যতামূলক।
প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে তাদের পাঁচ হাজার কর্মীকে কর্মক্ষেত্রে না এসে ঘরে বসে কাজ করতে প্রবলভাবে উৎসাহ দিয়েছে। এর আগেই টুইটার খুব জরুরি না হলে অনুষ্ঠান বা ব্যবসার কাজে কর্মীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের রাজধানী অস্টিনে অনুষ্ঠেয় মিডিয়া সম্মেলন বাতিলের ঘোষণাও দিয়েছে তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট