চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

গ্রেটাকে বিদ্রুপে ছবির স্টিকার, ক্ষমা চাইল তেল কোম্পানি

৪ মার্চ, ২০২০ | ৩:২০ পূর্বাহ্ণ

সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গকে নিয়ে বিদ্রুপ করার উদ্দেশ্যে যৌন সুড়সুড়ি দিয়ে আঁকা একটি ছবির নিচে কোম্পানির লগো দিয়ে বানানো স্টিকারের জন্য ক্ষমা চেয়েছে কানাডাভিত্তিক একটি তেল কোম্পানি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই স্টিকারের ছবিতে এক নারীর পেছনভাগের নগ্ন সাদাকালো প্রতিকৃতি এবং দুটো হাতকে ওই নারীর চুলের বেনি টেনে ধরতে দেখা যায়। চুলের বিনুনিটি ১৭ বছর বয়সী গ্রেটার ‘সিগনেচার’ হেয়ার স্টাইলের মতো। ছবির নিচে ‘গ্রেটা’ শব্দটি এবং এক্স-সাইট এনার্জি সার্ভিসের লগো ছিল।

ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে কানাডার এ তেল ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান সোমবার এক বিবৃতিতে স্টিকারের ওই ছবির জন্য ক্ষমা প্রার্থনা করেছে এবং ‘ভালো কিছু’ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন