চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ইদলিব নিয়ে মস্কো-আঙ্কারা উত্তেজনা বৃদ্ধি’

৩ মার্চ, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, মস্কো কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না।
সিরিয়ার ইদলিব নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সংস্থা তাসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মস্কো এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে রাশিয়ার সঙ্গে কোনো দেশকে যুদ্ধে জড়াতে না হয়। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পো এবং ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে আঙ্কারা ও দামেস্কের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ওই অভিযানের বিরোধিতা করে তুরস্ক সিরিয়ার আংশিক ভূখ- দখল করে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। সিরিয়ায় এটাই সন্ত্রাসীদের সর্বশেষ এবং প্রধান ঘাঁটি। সন্ত্রাসীদের মদদ না দিতে তুরস্কের প্রতি সিরিয়া আহ্বান জানানো সত্ত্বেও তুরস্ক সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়া সিরিয়ার আবেদনে সাড়া দিয়ে সন্ত্রাসীদের নির্মূলে দামেস্কে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট