চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অফিস করলেন মহিইদ্দিন ইয়াসিন

৩ মার্চ, ২০২০ | ২:০৭ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম অফিস করলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
সোমবার সকালে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মদিবস শুরু করেছেন তানশ্রী মুহিউদ্দিন।

শনিবার মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। রবিবার শপথ নেন তিনি। তবে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।
এর আগে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এ নামটি খুব একটা আলোচিত ছিল না। কিন্তু রাজার পছন্দে শেষ পর্যন্ত তিনিই দায়িত্ব নিলেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মালয়েশিয়া নতুন একজন প্রধানমন্ত্রী পেলেও দেশটির রাজনীতিকে ঘিরে এখন বড় ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কারণ আধুনিক মালয়েশিয়ার রূপকার দীর্ঘদিনের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট