চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নির্ভয়া মামলা অপরাধীদের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ

৩ মার্চ, ২০২০ | ২:১০ পূর্বাহ্ণ

ভারতের দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া সেই নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করেছে দিল্লির আদালত।
ফলে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৬ টাতেই ফাঁসি কার্যকর হওয়ার কথা নির্ভয়া মামলার চার অপরাধীর।
এর আগে নির্ভয়া কা-ের ৪ আসামির মধ্যে ৩ জন অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা এবং মুকেশ সিং তাদের ফাঁসি স্থগিতের জন্য দিল্লির পাতিয়ালা কোর্টে আবেদন করেছিলেন। সোমবারই তাদের আইনজীবীরা ফাঁসির দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানান।
তাদের সে আবেদনই ফাঁসির নির্ধারিত দিনের একদিন আগে আদালত খারিজ করল বলে জানিয়েছে এনডিটিভি। সোমবার প্রথম পর্বের শুনানির পর ফাঁসি পিছাতে নারাজ বলে জানান বিচারক। অন্যদিকে, সোমবারই পবন গুপ্তার সুপ্রিম কোর্টের রায় সংশোধনের (কিউরিটিভ পিটিশন) আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। তারপরই প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিলেন পবন। সে আবেদনও খারিজ করে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট