চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিক্ষোভের মুখে অমিত বললেন, বঙ্গের কোনও মুসলিমের নাগরিকত্ব যাবে না

২ মার্চ, ২০২০ | ১:৫৮ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়ে দিয়েছেন, রাজ্যে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়িত হতে দেবেন না। বিধানসভায় প্রস্তাবও পাশ করেছে সরকার। কিন্তু রবিবার মমতার উদ্দেশে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার শহীদ মিনারের সভা থেকে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, যত জোর আছে লাগান মমতা দিদি। নাগরিকত্ব আমরা দিয়েই ছাড়ব। একইসঙ্গে বাংলার সংখ্যালঘুদের উদ্দেশে শাহ বলেন, বঙ্গের (পশ্চিমবঙ্গ) মুসলিমদের কোনও ভয় নেই। কারও নাগরিকত্ব যাবে না। এটা নাগরিকত্ব কাড়ার নয়, দেওয়ার আইন।

এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের অন্য সব রাজ্যের মতো বাংলাতেও তীব্র আন্দোলন চলছে। কলকাতায় বিমানবন্দরে নামতেই অমিত শাহ বিক্ষোভের মুখে পড়েন। এছাড়া পার্ক সার্কাসসহ বিভিন্ন স্থানে অমিতের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করতে দেখা গেছে কংগ্রেস সমর্থক ও বামদের।

শেয়ার করুন