চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দিল্লিতে সহিংসতার মাঝেই সাবিত্রীকে বিয়ে দিল মুসলিমরা

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫২ পূর্বাহ্ণ

দিল্লিতে সহিংসতার মাঝেই সাবিত্রীকে বিয়ে দিল মুসলিমরাদিল্লির উত্তর-পূর্ব মুসলিম এলাকায় উগ্র হিন্দুত্ববাদীদের সহিংস হামলায় মানুষের মৃত্যুর ঘটনায় মানবতা যেমন ভূলুণ্ঠিত তেমনি কিছু মানবিক উদাহরণও দৃষ্টান্ত সৃষ্টি করেছে। যার ফলে সপ্তাহজুড়ে চলা বাইরের হিন্দুদের সঙ্গে মুসলিমদের মধ্যেকার এই সহিংসতার সময় স্থানীয় হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ্য দেখা গেছে। চান্দবাগ এলাকায় মুসলিমরা দায়িত্ব নিয়ে তাদের হিন্দু প্রতিবেশী সাবিত্রীকে বিয়ে দেয়ার ঘটনা এর একটি উদাহরণ। বার্তা সংস্থা রয়টার্স এ নিয়ে একটি প্রতিবেদন করেছে। গত সপ্তাহজুড়ে চলমান ওই সহিংসতায় এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুড়িয়ে দেয়া হয়েছে ঘরবাড়ি, মসজিদ, মাজার ও অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। তবে, এ সময় স্থানীয় হিন্দু-মুসলিম প্রতিবেশীদের একে অপরের সাহায্যে এগিয়ে আসতে দেখা গেছে। মুসলিমরা মন্দির পাহারা দিয়েছেন। মুসলিমদের আগুন থেকে বাঁচিয়েছেন হিন্দুরা।
রয়টার্সের খবরে বলা হয়, গত বুধবার সাবিত্রীর বিয়ে দেন তার মুসলিম প্রতিবেশী ভাইরা। ২৩ বছরের সাবিত্রী প্রসাদের গত মঙ্গলবার ছিল বিয়ের দিন। কিন্তু বিয়ের পোশাকে, হাতে মেহেদি পরে আর হলুদ মেখে কেঁদেই যাচ্ছিলেন সাবিত্রী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট