চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মার্কিন গোয়েন্দা বিমান তাক করে লেজার ছুড়েছে চীনা যুদ্ধজাহাজ

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫২ পূর্বাহ্ণ

মার্কিন সামরিক বাহিনী চীনের বিরুদ্ধে রহস্যময় অভিযোগ করেছে এতে বলেছে, দেশটির একটি গোয়েন্দা বিমান তাক করে সামরিক লেজার ছুড়েছে চীনা যুদ্ধজাহাজ। বোয়িং কোম্পানির তৈরি পি-৮এ পোসিডেন গোয়েন্দা বিমানটি ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে লেসার ছোড়া হয়।
মার্কিন নৌ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের বিবৃতিতে চীনের এ আচরণকে অনিরাপদ এবং অপেশাদারসুলভ বলে অভিহিত করা হয়েছে। এর মধ্য নিয়ে আন্তর্জাতিক নীতিমালা এবং চুক্তির বরখেলাপ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র-পর্যায়ের লেজারে বিমান, তার আরোহীসহ জাহাজের মারাত্মক ক্ষতি হতে পারে। খালি চোখে কিছু বোঝা না গেলেও বিমানের স্পর্শক বা সেন্সরের মাধ্যমে লেসার ছোড়ার ঘটনা টের পাওয়া গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট