চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

করোনা ভাইরাস ভারত নিয়ে শঙ্কায় মার্কিন গোয়েন্দা সংস্থা

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এবং দেশে দেশে সরকারের সেটি মোকাবিলা করার সামর্থ্য পর্যবেক্ষণ করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ভারতে এ ভাইরাস ছড়িয়ে গেলে, তা দেশটি কীভাবে মোকাবিলা করবে তা নিয়ে সংস্থাগুলো উদ্বিগ্ন।

গতকাল শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। ভারতে এখনো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়নি। তবে সূত্র জানায়, দেশটিতে এ ভাইরাস মোকাবিলার প্রস্তুতি এবং ঘন জনবসতির কারণে দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ভারত ছাড়াও ইরানের দিকেও বিশেষ মনোযোগ দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ইরানের স্বাস্থ্য উপমন্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন স্বরাষ্ট্র সচিব মাইক পম্পেও বলেন, তেহরান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিস্তারিত তথ্য গোপন করতে পারে, এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকারের এক সূত্র জানায়, ভাইরাস মোকাবিলায় ইরানের কার্যক্রম ফলপ্রসূ নয়, কারণ প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের সামর্থ্য খুব কম। অন্য এক সূত্র জানায়, প্রাদুর্ভাব ঠেকাতে কিছু উন্নয়নশীল দেশের সরকারের সামর্থ্য কম থাকায় এনিয়েও উদ্বিগ্ন মার্কিন সংস্থাগুলো। তাদের সঙ্গে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস ইন্টেলিজেন্স কমিটির একটি সভা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিষয়ে প্রতিদিন কমিটিকে ব্রিফ করবে সংস্থাগুলো। কমিটির এক কর্মকর্তা বলেন, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে ঝুঁকি মোকাবিলা করতে সরকারের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট