চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেটে দাঙ্গাবাজদের উপর্যুপরি লাথি: ‘অলৌকিক শিশু’র জন্ম দিলেন মা !

অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৬ অপরাহ্ণ

দিল্লিতে চলছে সাম্প্রদায়িক হামলা। উগ্রবাদীদের পাশবিক হামলায় মৃত্যুঝুঁকিতে পড়ে গিয়েছিলেন ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা শাবানা পারভিন। এর মধ্যেই সুস্থ শিশুর জন্ম দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাকে ‘মিরাকল বেবি’ বলে আখ্যা দিয়েছে। জানা যায়, উত্তর-পূর্ব দিল্লির কারাওয়াল নগরীর বাসিন্দা অন্তঃসত্ত্বা শাবানা এবং তার স্বামীর ওপর হামলা চালায় একদল উন্মত্ত হিন্দুত্ববাদী।

সোমবার রাতে স্বামী, শাশুড়ি ও দুই সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন শাবানা। এমন সময় হামলাকারীরা এসে তাদের ঘরের ওপর চড়াও হয়। মুসলিম দম্পতিটির ঘর জ্বালিয়ে দেয় তারা। পেটে উপর্যুপরি পাশবিক লাথিতে মৃত্যুঝুঁকিতে পড়ে যান শাবানা সেই সঙ্গে তার অনাগত শিশুও। এমন পরিস্থিতিতে প্রাণে বেঁচে গিয়ে শাবানা বুধবার জন্ম দেন এক সুস্থ ছেলে সন্তানের। এই ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবেই দেখছে সবাই। সংবাদ সংস্থা পিটিআইকে শাবানার শাশুড়ি নাসিমা বলেন, তারা ধর্মীয় সহিংসতা সৃষ্টি করেছিল, আমার ছেলেকে ওরা মারধর করেছে। আমার পুত্রবধূর তলপেটে লাথি মারে। আমি তাকে রক্ষা করতে গিয়ে আমার দিকেও তেড়ে আসে তারা। আমরা ভেবেছিলাম আমরা সেই রাতে বেঁচে থাকব না। আল্লাহর অসীম দয়ায় আমরা তাদের হাত থেকে পালিয়ে বেঁচেছি। তিনি বলেন, আমরা দ্রুত শাবানাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকেরা বলল আল হিন্দ হাসপাতালে নিয়ে যেতে। সেখানে নিয়ে যাওয়ার পর একটি পুত্র সন্তানের জন্ম দিল শাবানা।

দুই দশকেরও বেশি সময় ধরে গড়ে তোলা ঘরবাড়ি এবং সহায় সম্বল হারিয়ে পথে বসেছে পরিবারটি। এর মধ্যে আশার আলো হিসেবে জন্ম নিলো এই বিস্ময় শিশুটি। নাসিমা জানান, হাসপাতাল ছাড়ার পর তারা কোথায় গিয়ে আশ্রয় নেবেন কিছুই জানেন না। তিনি বলেন, সবই হারিয়ে গেছে। কিছুই বাকি নেই। এখন কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে দেখব, নতুন করে আবার জীবন শুরু করতে পারি কী না।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন