চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দিল্লিতে সহিংসতা নিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা স্যান্ডার্সের

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩১ পূর্বাহ্ণ

বিডিনিউজ : ভারতের দিল্লিতে কয়েকদিনের টানা সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন বার্নি স্যান্ডার্স।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির এ মনোনয়ন প্রত্যাশী ভারত সফরে নয়া দিল্লির সহিংসতা নিয়ে ট্রাম্পের বিবৃতিকে প্রেসিডেন্টের ‘নেতৃত্বের ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন। স্যান্ডার্সের পাশাপাশি এলিজাবেথ ওয়ারেন, মার্ক ওয়ার্নারসহ প্রভাবশালী অনেক ডেমোক্রেট আইনপ্রণেতাই দিল্লির রক্তক্ষয়ী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।
ট্রাম্পের ভারত সফর শুরুর আগে আগেই দিল্লিতে এ সহিংসতা শুরু হয়। সাংবাদিকরা এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রশ্ন করলেও এ বিষয়টিকে তিনি ‘ভারতের বিষয়’ বলে এড়িয়ে যান।

‘পৃথক এ হামলার বিষয়টি আমি শুনেছি, যদিও এ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়নি আমার। এটি ভারতের (বিষয়),’ বলেছিলেন তিনি। ভারমন্টের সিনেটর বুধবার টুইটারে ট্রাম্পের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। ‘২০ কোটিরও বেশি মুসলমান ভারতকে নিজেদের বাড়ি বলে জানে। সেখানে মুসলিমবিরোধী বিস্তৃত সহিংসতা এরই মধ্যে অন্তত ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে; আহত হয়েছে অনেকে। ট্রাম্প এর প্রতিক্রিয়া দেখিয়েছেন ‘এটি ভারতের বিষয়’ বলে; যা মানবাধিকার বিষয়ে (তার) নেতৃত্বের ব্যর্থতা,’ বলেছেন স্যান্ডার্স।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লিতে চলমান সহিংসতা নিয়ে ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে স্যান্ডার্সের আগেই এলিজাবেথ ওয়ারেন মুখ খুলেছিলেন।

শেয়ার করুন